দিল্লি থেকে দোহা যাওয়ার পথে মাঝআকাশে মৃত্যু যাত্রীর। মেডিকেল এমার্জেন্সির জন্য ইন্ডিগোর বিমানকে নামানো হল করাচি বিমানবন্দরে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই যাত্রীর নাম আবদুল্লা। বয়স ৬০। নাইজেরিয়ার বাসিন্দা তিনি।
বিমানে ওঠার পরই অসুস্থ বোধ করেন ওই যাত্রী। এরপরই বিমানের পাইলটরা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য করাচি বিমানবন্দরে যোগাযোগ করেন। ফ্লাইটের মেডিকেল টিম সব রকম চেষ্টা করেন। কিন্তু বিমান ল্যান্ড হওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।