শুরু হয়েছিল মনিপুরে। দীর্ঘ পথ পরিক্রমার শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ হল মুম্বইতে। শিবাজী পার্কের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল৷ প্রধানমন্ত্রীকে 'রাজা' বলে সম্বোধন করে তাঁর কটাক্ষ, 'ইভিমেই লুকিয়ে আছে রাজার আত্মা।' ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার বিভিন্ন দলের নেতানেত্রীরা। ছিলেন সনিয়া এবং প্রিয়ঙ্কা গান্ধীও।
রাহুল অভিযোগ করেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন তো বটেই, তাছাড়াও ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিতে লুকিয়ে আছে রাজার আত্মা। ইলেক্টোরাল বন্ড প্রসঙ্গেও মোদীকে আক্রমণ করেন রাহুল।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন শিবাজী পার্কের মঞ্চে।