চাঁদের মাটিতে দেশের ঐতিহাসিক সাফল্যের সাক্ষী ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে, দেশে ফিরেই বেঙ্গালুরুর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার সকালে বেঙ্গালুরু নেমেই ইসরোর (ISRO) দফতরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী।
শনিবার ভোরে দেশে ফিরেই একটি টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ”ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে।
Chandrayaan Rover Pragyan: 'মুনওয়াক' শুরু প্রজ্ঞানের, কতটা তথ্য পাঠাল চন্দ্রযানের রোভার!
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের ল্যান্ডিং-এর সময় মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায়, ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে সেই ঐতিহাসিক মুহূর্ত তাঁকে কাটাতে হয়েছিল বিদেশের মাটিতে, তাই দেশে ফিরেই আর দেরি করেননি প্রধানমন্ত্রী। চলে গিয়েছেন ইসিরোর বিজ্ঞানীদের আরও একবার অভিনন্দন জানাতে।
২৩ অগাস্ট সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং এর সময় সরাসরি ইসরোর দফতরে না থাকলেও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতি দেখেছিল গোটা দেশ। কিছুক্ষণের মধ্যে ইসরোর চেয়ারম্যানকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।