দেশে ফের বাড়ছে কোভিড। দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার একটি জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই, বুধবার ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,১৩৪ জন। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কয়েকদিন আগেই ৫ হাজার ছাড়িয়েছিল। এখন তা হয়েছে ৭,০২৬ জন। বুধবারই স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
কোভিডে নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের। যার ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট হয়েছে ৫,৩০,৮১৩ জন। ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র ও কেরালায় ১ জন করে মারা গিয়েছেন।
দৈনিক পজিটিভিটির হার এই মুহূর্তে ১.০৯ শতাংশ। যেখানে সাপ্তাহিক পজিটিভিটির হার দাঁড়িয়েছে ০.৯৮ শতাংশতে।