ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির হায়দরাবাদ হাউসে তাঁদের দুজনের মধ্যে বৈঠক হয় এবং একাধিক দ্বিপাক্ষিক চুক্তিও সম্পন্ন হয়েছে বলে খবর।
শেখ হাসিনার সফর নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এনিয়ে দশমবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। তাঁদের মধ্যে একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে। যা উভয় দেশের উন্নতিতে সাহায্য় করবে।
নিজের এক্স হ্যান্ডেলে জয়সওয়াল পোস্ট করেছেন, "ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক চুক্তির আগে শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।"