বসবাসের অযোগ্য জোশীমঠ (Joshimath)। রবিবার নোটিস দিয়ে জানিয়ে দিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)। জোশীমঠকে বিপর্যয়গ্রস্ত তকমাও দেওয়া হয়েছে।
রবিবার জোশীমঠকে রক্ষা করার জন্য আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পিএমও দফতরের পক্ষ থেকে উচ্চপর্যায়ের বৈঠকও হওয়ার কথা। তার আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী। জোশীমঠকে রক্ষা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তার দিকেও নজর থাকবে।
আরও পড়ুন: বিপর্যয় থেকে কি বাঁচবে জোশীমঠ ! ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন প্রধানমন্ত্রীর দফতরের
রবিবার উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা আধিকারিকরা এলাকা পরিদর্শনের পর জানিয়েছেন, জোশীমঠের সব এলাকাই বিপজ্জনক। জোশীমঠকে রক্ষা করতে ভূমিধসের বিষয় নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখ্যসচিব পি,কে.মিশ্রের সভাপতিত্বে রবিবার পিএমও-তে বড় বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে থাকবেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও। বৈঠকের আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে জোশীমঠ নিয়ে খোঁজ নেন তিনি।