হোলি উৎসবে (Holi Utsav 2023) মাতোয়ারা দেশের উত্তর থেকে দক্ষিণ। দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) নিজের বাড়িতে হোলির উৎসবে মাতেন। তাঁর বাড়িতে উৎসবে যোগ দিতে দেখা যায় মার্কিন বাণিজ্য সচিব গিনা রায়মন্ডোকে।
বুধবার সকাল থেকেই বারাণসি, মথুরা, বৃন্দাবনের মতো তীর্থে ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী। বারণসির কাশী বিশ্বনাথ মন্দিরে রঙের উৎসবে মাতেন তীর্থযাত্রীরা। মথুরা ও বৃন্দাবনের একাধিক মন্দিরেও দেখা যায় ভক্ত সমাগম। হোলির দিন শিখরা হোলা মহাল্লা পালন করেন। অমৃতসরে স্বর্ণ মন্দিরেও এদিন সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: প্যারাগ্লাইডিং করতে গিয়ে ৫০০ মিটার উঁচু লাইটপোস্টে আটকে ২ জন, তারপর...দেখুন হাড়হিম করা ভিডিও
উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিও হোলি উৎসবে মেতেছে। এছাড়া হোলির দিন অধিকাংশ মন্দিরে পুজো হয়। তাতেও জাগ্রত মন্দিরগুলিতে ভক্ত সমাগম হয়েছে।