বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পুলিশের গুলিতে দু জনের মৃত্যুর অভিযোগ। এই ঘটনায় জখম কমপক্ষে ১০ জন। শুক্রবার প্রায় গোটা দেশের সঙ্গে বিক্ষোভ দেখানো হয় রাঁচিতেও। সেই বিক্ষোভেই পুলিশের গুলিতে দু জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই জারি করা হয়েছে কার্ফু। এই হিংসার তীব্র নিন্দা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গোটা ঘটনাকে ষড়যন্ত্র বলেই দাবি করেছেন তিনি। বিক্ষোভকারীদের শান্ত থাকতেও অনুরোধ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহত অবস্থায় ওই দুই বিক্ষোভকারীকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মৃত্যু হয়। জখম অবস্থায় ভর্তি করা হয়েছে কমপক্ষে ১০ জনকে।
নূপুর শর্মা ও আর এক বিজেপি নেতা নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান তুলে রাঁচি মেইন রোডের উপর জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। প্রথমে লাঠি, তারপর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ। কিন্তু ঘটনা বেগতিক দেখে শূন্য গুলি চালায় পুলিশ।
এই ঘটনার পরেই রাঁচি ও তার তার লাগোয়া এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট।