প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে তাঁর নাম ছিল। এবার ভারত রাষ্ট্র সমিতির পোস্টারেও রাজ্যের বিরোধী দলনেতার ছবি। হায়দরাবাদে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে পোস্টার পড়েছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) কন্যা কে কবিতাকে সম্প্রতি ইডি তলব করেছিল। এরপরই বঙ্গ শাসক দলের 'ওয়াশিং মেশিন মডেল' ধার করে, ভারত রাষ্ট্র সমিতি শুরু করেছে 'রেইড ডিটারজেন্ট পাওডার'-এর প্রচার। প্রথমে হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামে প্রচার চালানো হচ্ছিল। এবার সেই পোস্টারে দেখা গিয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
বিভিন্ন কাপড় কাচার সাবানের বিজ্ঞাপনী প্রচারকে ধার করে বিআরএসের এই প্রচার বেশ অভিনব। এই সব নেতাদের বিরুদ্ধেও এক সময় দুর্নীতির অভিযোগ এনেছিল বিজেপি। বিজ্ঞাপনী প্রচারে বিআরএস বোঝাতে চেয়েছে, বিজেপির এই ওয়াশিং পাওডার ব্যবহার করলেই 'দুর্নীতিগ্রস্ত' নেতারা শুদ্ধ হয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ কুণাল ঘোষের, পাল্টা সরব বিজেপি
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেসিআর কন্যানে সমন করে ইডি। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।