বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগণনা (Gujarat Election Results 2022)। সকাল আটটা থেকে গণনা শুরু। ৫ ডিসেম্বর, দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। গুজরাত ছাড়াও হিমাচল প্রদেশও ভোটগণনা।
গুজরাতের লড়াই এবার ত্রিমুখী। এবার নির্বাচনে শাসক দল বিজেপির সঙ্গে লড়াই করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। গুজরাত বিধানসভায় ১৮২টি আসন। গুজরাত বিধানসভায় ম্যাজিক ফিগার ৯২। এবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৬৩.৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৪.৬৫ শতাংশ।
আরও পড়ুন: এক ফোনে বাতিল কলকাতা ফেরার বিমান, 'লক্ষ্মীবার'-এ শাহ সাক্ষাত সুকান্তের
বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে ১১৭-১৪৮টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৩০-৫১টি আসন। বুথফেরত সমীক্ষায় দাবি, ৩-১৩টি আসন পাবে আপ। হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই হবে।