গুজরাতে বিধানসভা নির্বাচনে জয়ের পর মানুষকে ধন্যবাদ নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির সদর দফতরে গিয়ে তিনি জয়ের কারণ ব্যাখ্যা করেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে এই নির্বাচন ছিল সেমিফাইনাল। এদিন কংগ্রেসকে খোঁচাও দেন তিনি। নরেন্দ্র মোদী জানান, গরিব, অনগ্রসর শ্রেণিদের ক্ষমতায়ণ, আধুনিকীকরণ ও যুব সম্প্রদায় বিজেপিতে আস্থা রেখেছে বলেই এই জয় সম্ভব হয়েছে।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, যুব সম্প্রদায় বিজেপিতে আস্থা রেখেছে। কি প্রায় ১ কোটি ভোটার এমন ছিলেন, যাঁরা কংগ্রেসের কুশাসন দেখেননি। কিন্তু কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। উন্নয়ন, প্রগতির রাজনীতিই যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ভাবনাতেই আস্থা ছিল। প্রধানমন্ত্রীর দাবি, যুব সম্প্রদায়ই বুঝিয়ে দিয়েছেন, দেশ সঙ্কটে থাকলে ভরসার নাম বিজেপি।
আরও পড়ুন: নাড্ডার হিমাচলে গদিহারা বিজেপি, মহিলা মুখেই আস্থা খুঁজছে কংগ্রেস
এদিন দিল্লির সদর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, রাজনাথ সিং-সহ আরও শীর্ষস্থানীয় বিজেপি নেতা। প্রধানমন্ত্রী মঞ্চে আসতেই 'মোদী মোদী' ধ্বনি ওঠে সভাজুড়ে। প্রধানমন্ত্রী