নুপূর শর্মার (Nupur Sharma) মন্তব্য নিয়ে দেশজুড়ে আগুন জ্বলেছিল। সেই আঁচ এসে পড়েছিল বাংলাতেও। এজন্য গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে নূপুর শর্মাকে। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন নূপুর শর্মার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, একটা মন্তব্যের জন্য দেশে যা ঘটেছে, তার জন্য একা নূপুর শর্মাই দায়ী।
একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে মহম্মদকে নিয়ে কুরুচিকরকর মন্তব্য করেন বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর শর্মা। সেই প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, "আমরা ওই শো দেখেছি। তিনি যেভাবে বিষয়টি উপস্থানা করেছেন, একজন আইনজীবী হিসেবে সেটা লজ্জাজনক। তাঁকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।"
আরও পড়ুন: দেশজুড়ে ভাঙনতন্ত্র চলছে, কলকাতায় এসে দাবি অমর্ত্য সেনের
এদিন নূপুরের আইনজীবী আদালতে জানান, তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে প্রতিদিন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একথা শোনার পর বিচারপতি জানিয়েছেন, "তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে? এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে, তার জন্য একা তিনিই দায়ী।"