দেশের রাষ্ট্রপতি পদে (President Election 2022) কে বসবেন! নির্বাচন শিয়রে। এরই মধ্যে শাসক-বিরোধীদের তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই নিয়ে চর্চার আবহে বিরোধীদের নিয়ে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পিছিয়ে নেই শাসক দল বিজেপিও। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী মত, তা বিরোধীদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের দাবি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী শিবিরের কী মতামত, তা জানতে চান স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁকে এমনই জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থা এএনআই-কে খাড়গে জানান, "রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মতামত জানতে চান। আমি জানতে চেয়েছি, তাঁদের কী প্রস্তাব, কারা প্রার্থী! এই প্রসঙ্গে কিছু বলেননি। আমরা যদি সর্বসম্মতিতে, বিতর্কিত নয় এমন কাউকে পদপ্রার্থী বাছাই করি, তা হলে কি সরকার মেনে নেবে!"
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী মুখ পওয়ার, মমতার বৈঠকে নাম প্রস্তাব
বিরোধী শিবিরে জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে শরদ পাওয়ারের নাম। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বৈঠকে যদিও দেখা গিয়েছে এনসিপির বরিষ্ঠ নেতাকে। নাম উঠে এসেছে গোপালকৃ্ষ্ণ গান্ধীরও। জানা গিয়েছে, বিরোধী শিবিরের একাংশের সঙ্গে আলোচনায় সম্মতিও জানিয়েছেন তিনি।