TMC in Jahangirpuri: জাহাঙ্গিরপুরীতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Updated : Apr 22, 2022 18:00
|
Editorji News Desk

জাহাঙ্গিরপুরী (Jahangirpuri) এলাকায় গিয়ে পুলিশি বাধার মুখে তৃণমূলের প্রতিনিধিদল (TMC Delegates Team)। শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির জাহাঙ্গিরপুরীতে যান তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। এলাকা পরিদর্শন করতে গিয়ে দিল্লি পুলিশের (Delhi Police) সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তৃণমূল নেতৃত্বরা।

শুক্রবার দিল্লির জাহাঙ্গিরপুরী যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নেতৃত্বে পাঁচজনের মহিলা প্রতিনিধি দল। ছিলেন শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, সাজদা আহমেদ ও প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। ফ্যাক্ট ফাইন্ডিং টিম-এর (Fact Finding Team) সদস্য হিসেবে তাঁরা জাহাঙ্গিরপুরী যান। অভিযোগ, তাঁদের জাহাঙ্গিরপুরীর C ব্লকে ঢুকতে দেয়নি পুলিশ। পুলিশের সঙ্গে বচসাও জড়িয়ে পড়েন তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যে রাস্তা ব্যবস্থা করছিলেন, তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কাকলি ঘোষ দস্তিদার জানান, স্থানীয় এক মহিলা ও বাচ্চাদের সহায়তায় পিছনের রাস্তা দিয়ে ঘটনাস্থলের কাছে যান তাঁরা। সেখানে মানুষের সঙ্গে কথাও বলেছেন। নোট ও ছবিও নিয়েছে তৃণমূল প্রতিনিধি দল।

আরও পড়ুন: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে

এদিন তৃণমূল ছাড়াও জাহাঙ্গিরপুরী যায় অন্য রাজনৈতিক দলও। ঘটনাস্থলে যায় সিপিআই, সমাজবাদীর পার্টির প্রতিনিধি দল। কাকলি ঘোষদস্তিদার জানান, "পুরো এলাকা চারিদিক থেকে ব্যারিকেড করে ঘিরে রেখেছে। সেদিন কী হয়েছিল, বিজেপি তা জানাতে চাইছে না। সত্যিকে আড়াল করাই ওদের উদ্দেশ্য।"

DelhiJahangirpuri ViolenceTMCJahangirpuri

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন