ত্রিপুরার (Tripura) পর গোয়াতেও বিধানসভা নির্বাচনের (Goa Election 2022) আগে আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার রাতে পানাজির (Panaji) তৃণমূল দফতরে (TMC Party Office) হামলা চালানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, দফতরের নিরাপত্তারক্ষীদের মারধর করা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পোস্টার ছেঁড়া হয় বলে অভিযোগ।
এই হামলায় কয়েকজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। তৃণমূল এই ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। তৃণমূলের ইঙ্গিত, রাজ্যের শাসকদল বিজেপি এই হামলার পিছনে আছে।
আরও পড়ুন: মুম্বইয়ের বহুতলে আগুন, মৃত ৭, আহত ১৫ জন
গোয়ায় তৃণমূল দফতরে হামলার ঘটনায় মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, "জাতীয় স্তরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন সবচেয়ে শক্তিশালী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওরা ভয় পেয়েছে। তৃণমূলের ওপর ক্রমশ আঘাত নেমে আসছে।" গতবছর অক্টোবর মাসে গোয়া সফরের আগে তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ব্যানার ও হোর্ডিং ছেড়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।