জল্পনার অবসান। রাষ্ট্রপতি (President Of India) পদে প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। মঙ্গলবার ঘোষণা বিরোধীদের। ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত। বিরোধী প্রার্থীকে সমর্থন AAP ও TRS-এর। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন শরদ পাওয়ার (Sharad Power)।
২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ১৮ জুলাই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছে বিরোধীরা।
আরও পড়ুন: জেলেই শেখাচ্ছেন মোক্সা তত্ত্ব, রোদ্দুরের গানের গুঁতোয় ঘুম ছুটেছে
গত ১৫ মে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেন কংগ্রেস সহ দেশের ১৮টি বিরোধী দলের প্রতিনিধিরা। ঠিক হয়, রাষ্ট্রপতি পদে শরদ পাওয়ারকে প্রার্থী করা হবে।