আকাশপথে পাখির সঙ্গে ধাক্কা। জরুরিকালীন পরিস্থিতিতে নামাতে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার (Yogi Adityanath)। রবিবার এই খবর জানিয়েছ উত্তরপ্রদেশ প্রশাসন।
সরকারি কাজে বারাণসী যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। রবিবার সকালে বারাণসী থেকে লখনউ আসার কথা ছিল তাঁর। হেলিকপ্টার টেক অফ করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। বারাণসির জেলাশাসক কৌশলরাজ শর্মা জানান, বারাণসীর পুলিশ লাইন থেকে লখনউর উদ্দেশে আসার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:বিচ্ছেদের পর লিভ ইন, পাঁচতলা থেকে পড়ে মৃত যুবতী, গ্রেফতার প্রাক্তন স্বামী
প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনার পর সার্কিট হাউজে ফিরে আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, পরে রাজ্যের বিমানেই লখনউ ফেরেন তিনি।