তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে আনফলো করল আইপ্যাক (IPAC)। সেই সঙ্গে আরও তীব্র হল তৃণমূল (TMC) ও আইপ্যাকের বিচ্ছেদের জল্পনা।
শুক্রবার আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দেওয়া হল। সম্প্রতি আইপ্যাকের সঙ্গে মমতা-সহ তৃণমূলের প্রবীণ নেতাদের দূরত্ব বেড়েছে। দুই তরফের সম্পর্ক যে তলানিতে, তা একান্ত আলোচনায় দলের নেতারা স্বীকার করে নিচ্ছেন।
তৃণমূলের নেতাদের একাংশের দাবি, প্রশান্ত কিশোরের (PK) আইপ্যাকের সঙ্গে দলের সম্পর্কচ্ছেদ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই কারণেই আইপ্যাকের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে মমতাকে ‘আনফলো’ করা হল।
আরও পড়ুন: Abhishek Banerjee: পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর প্রতি 'অভিমানে' পদ ছাড়বেন অভিষেক? তুঙ্গে জল্পনা
তৃণমূলের একাংশের দাবি, বিচ্ছেদ-প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ এটিই। আইপ্যাকের তরফেই শুরু করা হল বিচ্ছেদ পর্ব। মমতা বা তৃণমূলের অন্যরা এখনও প্রকাশ্যে এমন কিছু করেননি।