ঝাড়খণ্ডের ধানবাদে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই ঘটনায় আহতরা পাবেন ৫০ হাজার টাকা। মঙ্গলবার স্থানীয় ব্যাঙ্ক মোড়ের কাছে এই বহুতলে আগুন লাগার ঘটনায় তিন শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন। বুধবার সকালেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলের।
মঙ্গলবার জোড়াফটক এলাকার মূল রাস্তার উপরে ১০তলার এই বহুতলে আগুন লাগে। বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখনও স্পষ্ট নয় আগুন লাগার কারণ। যদিও পুলিশের একটি অংশের দাবি, এই বহুতলের তিনতলা থেকেই প্রথম আগুন লেগেছিল। সেখান থেকেই উপরে দিকে ওঠে আগুন।
স্থানীয়দের অভিযোগ, ভীষণ ঘিঞ্জি এলাকায় এই বহুতল তৈরি করা হয়। মঙ্গলবার আগুন লাগার পর দমকলের গাড়ি ঢুকতে বেশ সময় গড়িয়ে যায়। তাদের অভিযোগ, ঘটনাস্থলে ৪০টি দমকলের গাড়ি এলেও তাদের কাজ শুরু করতে অনেকটা দেরি হয়ে যায়।