গুজরাতের মোরবির ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিঙ্ঘভি। সেখান থেকে হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। মোরবির ঘটনায় বুধবার রাজ্য জুড়ে শোক দিবস পালন করা হবে।
রবিবার রাতে ভেঙে পড়েছিল মোরবির এই ঝুলন্ত সেতু। কমপক্ষে ১৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। বিরোধীদের অভিযোগ ছিল, এই ঘটনার পর গুজরাতে থেকে মোরবি যাননি মোদী। বরং ভোটের আগে একের পর এক প্রকল্পের ঘোষণা আর শিল্যানাস করেছেন প্রধানমন্ত্রী। যদিও সোমবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, খুবই বেদনাদায়ক ঘটনা। জীবনে এমন দুঃখ তিনি খুব কমই পেয়েছেন বলেও দাবি করেছিলেন।
এদিন সকালেই অবশ্য় প্রধানমন্ত্রীর সফরের আগে টুইটার এবং ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছিল বিরোধীরা। কংগ্রেস ও আপ একযোগে অভিযোগ করেছিল, মৃতদের নিয়ে রাজনীতি করতে ভালবাসে বিজেপি। তাই আহতদের ভাল করে চিকিৎসা না করে হাসপাতালের সংস্কারে ব্যস্ত এখন সরকার। কারণ, এই হাসপাতালেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।