২৪৩ আসনের বিহার বিধানসভায় নতুন সরকার গঠনের কাজ শুরু হয়ে গেল। পাটনায় পরিষদীয় দলের বৈঠকের পরেই নীতীশ কুমারের বাসভবনে হাজির বিজেপি বিধায়করা। মনে করা হচ্ছে, রবিবার বিকেলেই এনডিএ-এর মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নিতে পারেন নীতীশ কুমার। ইতিমধ্যেই তাঁকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি বিজেপি সূত্রে। পাল্টা কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নীতীশ কুমারকে হাওয়া মোরগ বলেই অভিহিত করেছেন।
শেষ বিধানসভা নির্বাচনে ৭৯ আসন পেয়েছিল রাষ্ট্রীয় জনতা দল। তবুও মুখ্যমন্ত্রী পদে নীতীশকে সামনে রেখে সরকার তৈরি হয়েছিল। মহাজোটে কংগ্রেসের হাত শক্ত করেছিল বামেরা। কিন্তু দেড় বছরের মধ্যেই পালা বদল। শেষবার রাজ্যে মাত্র ৪৫টি আসন পেয়েছিল সংযুক্ত জনতা দল। এবার তাদের সরকার গঠনে ভরসা করতে হবে বিজেপির উপরেই। ৭৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।
এবারের জোটে আসতে পারে হ্যাম, লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এবং রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি। এরমধ্যে হ্যামেরই মাত্র চারটি আসন রয়েছে। বাকিদের ভাঁড়াড় শূন্য। ফলে মনে করা হচ্ছে আরজেডিকে সামনে রেখেই বিরোধী আসনে বসবেন বাম ও কংগ্রেস।