শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন বহু মানুষ। এমতাবস্থায় ভারতে খলিস্তানপন্থীদের টুইটার অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কানাডার নতুন ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিৎ সিংহ, কানাডার কবি রুপি কউর এবং কানাডার সমাজকর্মী গুরদীপ সিংহ সাহোতার পাশাপাশি আরও বেশকিছু টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলেই খবর। পাশাপাশি, ‘ইউনাইটেড শিখস’ নামক একটি সংগঠনের অ্যাকাউন্টও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এঁদের মধ্যে ভারতে জগমিৎ সিংহের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার ঘটনা যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, বিতর্কের কেন্দ্রে থাকা অমৃতপাল সিংহকে এখনও ধরতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, পঞ্জাব সরকারের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সোমবার খালিস্তানপন্থী নেতা অমৃতপালের মুক্তির দাবিতে দিনভর উত্তপ্ত ছিল বিশ্বে নানা প্রান্ত। আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীরা হামলা চালায় বলে অভিযোগ। লন্ডনের ভারতীয় দূতাবাসেও হামলা চলার খবর মিলেছে। সেখানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন-