'অগ্নিপথ' প্রকল্প ঘিরে ক্রমে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। বিক্ষোভের আঁচে জ্বলছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পকে (Agneepath Scheme) কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা বিহার (Protest In Bihar), হরিয়ানা, উত্তরপ্রদেশে। প্রতিবাদ, আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করেছে। বিহারে এদিন বিক্ষোভ চরমে পৌঁছয় যখন দু'টি ট্রেনে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদীরা।
হরিয়ানায় পরিস্থিতি সামাল দিতে অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত ‘অগ্নিবীর’দের চার বছরের মেয়াদ শেষের পর রাজ্য সরকারের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।তবে তাতে বিক্ষোভের আগুন না কমায় এ বার গুরুগ্রাম-সহ কয়েকটি এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। শুধু গুরুগ্রামই নয়, তার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার জন্য ফরিদাবাদের বল্লভগড়ে সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।
উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। চলছে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। কিন্তু সরকার এখনও এই প্রকল্প নিয়ে অনড়।