প্রাকৃতিক দুর্যোগ! বন্যা-ভূমিকম্প-সুনামি! শুধু তো কাড়েই! প্রিয়জনকে কাড়ে, ভিটে-মাটি কেড়ে নেয়। জীবনের বুকে রেখে যায় গভীর ক্ষত। কিন্তু এ গল্পটা অন্যরকম। বন্যাই কাছে আনল মা-ছেলেকে। পয়ত্রিশ বছর পর।
পাঞ্জাবের ঘটনা। পাটিয়ালায় বন্যাত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন জগজিৎ সিং। জগজিতের যখন দু'বছর বয়স, বাবাকে হারিয়েছিলেন, মা আবার বিয়ে করেন। তারপর থেকে ঠাকুরদা-ঠাকুমার কাছেই মানুষ হওয়া। সাড়ে তিন দশক পর মায়ের সঙ্গে দেখা বন্যাপীড়িত পাটিয়ালায়।
পাটিয়ালা যাচ্ছেন শুনে, জগজিতের এক আত্মীয়ওই মনে করিয়ে দেন, সেখানে তাঁর দিদার বাড়ি। কাজের ফাঁকেই জগজিৎ চালাতে থাকেন মায়ের খোঁজ। অবশেষে দেখা হল মা-ছেলের। দেখা হল, কথা হল,হল কত আবেগের বিস্ফোরণ।