ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহিলাদের যৌন হেনস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য। রবিবার সকালে রাহুল গান্ধীর বাড়িতে যায় পুলিশ। পুলিশকে রাহুল কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সব তথ্য তাঁর মনে নেই। পুলিশের হাতে তথ্য তুলে দিতে কিছুটা সময় লাগবে।
কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন,অনেক মহিলাকেই পরিবার সদস্যদের হাতে যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে তারা পুলিশে অভিযোগ করতে পারছেন না। এমন কিছু মহিলার সঙ্গে দেখাও হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। দিল্লি পুলিশের বক্তব্য, এই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। তালিকা দিতে হবে। যাতে বিচার পান মহিলারা।
রবিবার সকালে রাহুল গান্ধীর বাসভবনে যান দিল্লি পুলিশ কর্তা এসপি হুডা। ঘণ্টাখানেক রাহুলের বাড়িতে অপেক্ষা করার পর কথা বলার সুযোগ পায় পুলিশ। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিককে রাহুল জানান, সব তথ্য একজোট করতে সময় লাগবে। অনেক লোকজনের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সব তথ্য দেবেন। এস পি হুডা জানান, উনি তথ্য দিলে ওই মহিলাদের নিরাপত্তা দেওয়া হবে ও আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
যদিও দিল্লি পুলিশের এই জিজ্ঞাসাবাদকে হেনস্থা বলে তোপ দেগেছে কংগ্রেস। আদানি নিয়ে সংসদে প্রশ্ন তোলা হচ্ছে বলে, রাহুলকে হেনস্থা করা হচ্ছে। এমনই দাবি কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশের।