শতাব্দী প্রাচীন একটি দলের দায়িত্ব জন্মসূত্রে কাঁধে নিয়েও, ‘গান্ধী’ পরিবারের আর সকলের থেকে একটু ছক ভাঙা রাহুল গান্ধী। কিন্তু ৫২ বছরের এই রাজনীতিকের বয়স যেন কেবলমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিচ্ছুটি নয়। কেবল রাজনীতি নয় নিজের রকমারি ‘মুডের’ কারণে, লুকের কারণেও খবরে থাকেন তিনি। এই যেমন এবার তিনি বাইক নিয়ে বেড়িয়ে পড়লেন লাদাখের উদ্দেশে। সৌন্দর্যে মোড়া লাদাখের পাহাড়ি রাস্তায় খোশমেজাজে বাইক চালাচ্ছেন কংগ্রেস সাংসদ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ ও করে নিয়েছেন তিনি।
Tomato Price: স্বস্তি ফিরল হেঁসেলে, এবার টোম্যাটো পাওয়া যাবে ৪০ টাকা কেজি দরে
ঠিক যেন সিনেমার দৃশ্যের শ্যুটিং চলছে কোনও, রাহুলের পরনে বাইকারের পোশাক। চোখে আঁটা রোদ চশমা। দূর থেকে দেখে বোঝার উপায় নেই. কিন্তু হেলমেট খুলতেই স্পষ্ট হল একেবারে হলিডে মুডে রয়েছেন রাহুল। তিন দিনের জন্য লেহ-লাদাখ সফরে স্পোর্টস বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন তিনি। ব্যাচেলর রাহুল গান্ধীর গ্যারেজে রয়েছে একটি KTM-390C মডেলের বাইক। এই বাইকটির বাজারদর ২ লাখ ৭৯ হাজার টাকা।