শীতের শেষলগ্নে ফের বরফ পড়ছে কাশ্মীরের গুলমার্গে। আর বরফ পড়তেই শৈলশহরে বেড়েছে পর্যটক। সেই পর্যটকদের ভিড়ে সামিল হেভিওয়েট রাহুল গান্ধীও। কাশ্মীরে তাঁর একান্ত মুহূর্তযাপনের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করতেই এখন তা ভাইরাল। কংগ্রেস সাংসদের ওই ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ফারহাত নায়েক নামক এক ব্যক্তি।
ভিডিওতে দেখা গেছে, স্কি করতে করতে বরফের ঢাল বেয়ে নীচে নেমে আসছেন রাহুল গান্ধী। দূরে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদকে প্রয়োজনীর নির্দেশ দিচ্ছেন এক প্রশিক্ষক। তবে একে একেবারেই রাহুলের ব্যক্তিগত সফর বলে উল্লেখ করেছে কাশ্মীর কংগ্রেস। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও জানায় তারা।
আরও পড়ুন- RSS on Supreme Court: বিবিসি কাণ্ডের জের, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখপত্রে 'বিষোদ্গার' আরএসএসের