প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে টক্কর কার? বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে। বিরোধী জোট INDIA গঠনের পরই এই প্রশ্ন নিয়ে জল্পনা ছিল। অবশেষে শেষ দফা ভোটের দিন বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন মল্লিকার্জুন খাড়গে। শনিবার INDIA জোটের বৈঠকের আগেই কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, INDIA জোটের প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী।
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, বিজেপিকে হারিয়ে INDIA জোট জিতলে, নরেন্দ্র মোদীর উত্তরসূরি হবেন রাহুল গান্ধী। তাঁর জনপ্রিয়তা ও তাঁর নেতৃত্বে 'ভারত জোড়ো যাত্রা'-র সফলতার প্রসঙ্গও তুলে ধরেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, "রাহুল আমাদের যুব নেতা, গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধী আমার প্রথম পছন্দ।"
খাড়গের মতে, নির্বাচনের আগে রাহুল গান্ধী দুটি ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দেন। দেশে সব ধরনের মানুষের সঙ্গে মিশে যান তিনি। তাই এই পদের জন্য সবচেয়ে জনপ্রিয় হবেন বলে মনে করেন খাড়গে।