Rahul pegasus : ‘বিশ্বাসঘাতক’ মোদী সরকার, পেগাসাস-কাণ্ডে তোপ রাহুলের, সরব তৃণমূলও

Updated : Jan 29, 2022 19:13
|
Editorji News Desk

মিলে গেল রাজনৈতিক মহলের আশঙ্কা। শনিবার পেগাসাস নিয়ে নতুন করে বোমা ফাটিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তারা দাবি করেছে, ২০১৭ সালে ইজরায়েল সফরে বহু কোটি টাকা খরচ করে এই চুক্তিতে সম্মতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল, সংসদের বাজেট অধিবেশনে সরকারকে কোণঠাসা করতে মার্কিন দৈনিকের এই খবরকে হাতিয়ার করবেন বিরোধীরা। আর ঠিক তাই হল। 

সময় নষ্ঠ না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির অভিযোগ, মোদী সরকার দেশ এবং দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি চালাতে যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়, নরেন্দ্র মোদী সরকার তা সাহায্যে দেশের বিরোধী রাজনৈতিক নেতা আর সাংবাদিকদের ফোনে আড়ি পেতেছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন রাহুল। 

এদিন তিনি টুইটারে লিখেছেন, ‘মোদী সরকার পেগাসাস কিনেছিল দেশের নেতাদের এবং জনসাধারণের উপর গুপ্তচরবৃত্তি করার উদ্দেশ্যে। তাঁদের ফোনে আড়ি পাতা হয়েছে। বিরোধী দল এবং আদালতকে নিশানা করেছে ক্ষমতাসীন দল। এটা দেশদ্রোহ। মোদী সরকার দেশদ্রোহিতা করেছে।’ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের অভিযোগ, মোদী সরকার দেশের শত্রুর মতো আচরণ করছে।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে শনিবার দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। সে বছর জুলাইয়ে মোদীর ইজরায়েল সফরের সময়ই এ সংক্রান্ত ‘প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ সই হয়েছিল। যদিও সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এ বিষয়ে জাতীয় নিরাপত্তার ‘যুক্তি’ দিয়ে জবাব এড়িয়ে গিয়েছিল কেন্দ্র। তার পরেই পেগাসাস বিতর্কে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। 

তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় শনিবার বলেন, ‘‘আমার ধারণা, নিউ ইয়র্ক টাইমসে যে খবর বেরিয়েছে, তা সত্য। যখন বিষয়টি নিয়ে সংসদে আমরা কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছিলাম, তখন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এ বিষয়ে কোনও রকমে, দায়সার বিবৃতি দিয়ে ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু এ বার মনে হচ্ছে মন্ত্রী সংসদে সত্য বলেননি। তাই তাঁর বিরুদ্ধে সংসদে প্রস্তাব আনা যায় কিনা, তা নিয়ে দলের সংসদীয় কমিটি আলোচনা করবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট দেখেছি। ২০১৭ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ এতটাই বেশি ছিল যে এখন পেগাসাস নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ সত্য বলেই মনে হচ্ছে।’’

তাৎপর্যপূর্ণ ভাবে পেগাসাস প্রসঙ্গে মোদী সরকারকে নিশানা করেন বিজেপি-র রাজ্যসভা সাংসদ সুব্রহ্ম্যণম স্বামী। তাঁর টুইট, ‘প্রাথমিক ভাবে বোঝা যাচ্ছে, আমাদের সরকার সুপ্রিম কোর্ট এবং সংসদকে বিভ্রান্ত করেছে। ওয়াটারগেট?’ তাঁর দাবি, নিউ ইয়র্ক টাইমেসের প্রতিবেদনের প্রেক্ষিতে মোদী সরকারকে স্পষ্ট করতে হবে কেন করদাতাদের টাকার থেকে ৩০০ কোটি দিয়ে ইজরায়েলের এনএসও কোম্পানির থেকে স্পাইঅয়্যার কেনা হয়েছিল।

Narendra ModiParliamentRahul GandhPegasusBudget 2022TMC

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর