ন্যাশনাল হেরাল্ড মামলাকে কেন্দ্র করে ক্রমশ বিতর্কের পারদ চড়ছে। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে নরেন্দ্র মোদি ও অমিত শাহ যা করছেন, তাঁরা তার বিরোধিতা করবেন। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস ইডি সিল করে দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠল সংসদের দুই কক্ষ। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত প্রথম দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। লোকসভা মুলতুবি হয়ে যায় দুপুর ২টো পর্যন্ত। অন্যদিকে, ইডি বা সিবিআই-এর মত সরকারি এজেন্সিগুলির ক্ষমতার পরিসর নিয়ে প্রশ্ন তুলে রাজ্যসভায় আলোচনার দাবি জানিয়েছেন শিবসেনার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী।
কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন এবং কেসি বেণুগোপাল এ ব্যাপারে সংসদে নিজেদের বক্তব্য পেশ করেন। কংগ্রেস সাংসদরা লোকসভা এবং রাজ্যসভা কক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন। কংগ্রেস-সহ বিরোধীদের বিক্ষোভের জেরে এর পরই রাজ্যসভা দুপুর ১২টা পর্যন্ত এবং লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।
উল্লেখ্য, এই ন্যাশনাল হেরাল্ড মামলায় সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বুধবার দিল্লিতে তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর জনপথে সনিয়ার বাড়ির বাইরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কংগ্রেসের সদর দফতর যাওয়ার যে রাস্তা, সেটিও আপাতত ব্যারিকেড করে দেওয়া হয়েছে।