ধনী থেকে দরিদ্র, সকলকেই এক সীমারেখায় বেঁধে রেখেছে ভারতীয় রেল(Indian Railways)। কিন্তু দেশজোড়া লকডাউনে(Lockdown) বারবার খেসারত দিতে হয়েছে এই রেল(Indian Railways) ব্যবস্থাকেই। তাই পরিস্থিতি সামাল দিতে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে রেলের বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র(Central Govt.)। সূত্রের খবর, রেলে বরাদ্দ বেড়ে হতে পারে ২ লক্ষ ৫০ কোটি টাকা।
এর পাশাপাশি রাজ্যের(West Bengal) জন্য সুখবর। এবার দিল্লি থেকে হাওড়া রুটে চালু হতে পারে বুলেট ট্রেন(Bullet Train)। এছাড়াও দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও নিবিড় করা হতে পারে, খবর ভারতীয় রেল(Indian Railways) সূত্রে।
উল্লেখ্য, ২০১৭ সালে রেল বাজেটকে মূল বাজেটের(Union Budget 2023) সঙ্গে সংযুক্ত করা হয়। তারপর থেকে এই নিয়ে ষষ্ঠবার বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মঙ্গলবার বাজেট পেশ করবেন। জানা গেছে, দেশের উত্তর-পূর্ব অংশে(North-East India) রেল যোগাযোগকে আরও উন্নত করে তোলাই লক্ষ্য কেন্দ্রের।
আরও পড়ুন- Economic Survey 2022: আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ! আগামী অর্থবর্ষে ৮-৮.৫ % আর্থিক বৃদ্ধির পূর্বাভাস
আরও জানা গেছে, আগামী অর্থবর্ষে রেলের জন্য বরাদ্দ ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে চলেছে মোদী(Narendra Modi) সরকার। ২০২১-২২ অর্থবর্ষে রেলের জন্য বরাদ্দ ছিল ১লক্ষ ১০হাজার ৫৫কোটি টাকা। এবার তা অনেকটাই বাড়ানো হয়েছে। এর পাশাপাশি এবার ৭ হাজার কিলোমিটার রেললাইনে(Rail Track) বৈদ্যুতিকরণের প্রস্তাব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।