দেশে চলবে প্রথম বুলেট ট্রেন। আর সেই বুলেট ট্রেনের স্টেশন কেমন হবে। প্রথম ভিডিয়ো প্রকাশ্যে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গুজরাতের সবরমতীতে এই স্টেশনটি তৈরি করা হয়েছে। মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে একটি রেল করিডর তৈরির কাজ চলছে। এই রুটেই চলবে দেশের প্রথম বুলেট ট্রেন।
সবরমতীর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবের মধ্যে এই স্টেশন তৈরি হচ্ছে। এই স্টেশনে ডান্ডি অভিযান থেকে লবণ সত্যাগ্রহ-সহ গান্ধীজির জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। ১ লক্ষ ৩৩ হাজার স্কয়্যার কিলোমিটার এলাকা। স্টেশন ছাড়াও থাকবে, অফিস, দোকান ও নানা পরিষেবা।