ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম । দুর্যোগের মেঘ অন্ধ্রপ্রদেশ উপকূলে । মিগজাউমের জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত দক্ষিণের একাধিক রাজ্য । ল্যান্ডফলের আগেই একটানা বৃষ্টিতে তামিলনাড়ুর-র বিস্তীর্ণ এলাকায় বানভাসি পরিস্থিতি । সবথেকে খারাপ অবস্থা চেন্নাইয়ের । কার্যত জলের তলায় চলে গিয়েছে শহর । নিজের শহরকে এভাবে দেখে মন কাঁদছে রবিচন্দ্রন অশ্বিনের । সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি । শুধু অশ্বিন নন, দীনেশ কার্তিক থেকে অজিঙ্ক রাহানে ও চেন্নাই সুপার কিংস টিম চেন্নাইয়ের জন্য প্রার্থনা করেছেন ।
অশ্বিন এক্স হ্যান্ডেলে লেখেন,'আরেকটা কঠিন দিনের জন্য অপেক্ষা করুন সবাই । বৃষ্টি থেমে গেলেও পরিস্থিতি ঠিক হতে একটু সময় লাগবে।' দীনেশ কার্তিক চেন্নাইবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন । একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাঁদের স্যালুট জানিয়েছেন । অজিঙ্ক রাহানে লেখেন, 'আশাকরি চেন্নাইয়ের মানুষ এই কঠিন পরিস্থিতি ঠিক কাটিয়ে উঠবে। তাদের প্রতি আমার সমবেদনা রইল।' চেন্নাইবাসী যাতে নিরাপদ ও সুস্থ থাকে, সেই প্রার্থনাই করছে চেন্নাই সুপার কিংস ।
উল্লেখ্য, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার দুপুরেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। সমতলে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই অন্ধ্র উপকূল থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে । এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্র সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র।