অগস্ট মাসের জন্য ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank holidays) প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।
সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কই গেজেট ছুটি, বিধিবদ্ধ ছুটির দিন এবং রবিবার বন্ধ থাকে। ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারেও শাখা বন্ধ রাখে।
এই ছুটির দিনগুলি (List of Bank holidays) ছাড়াও, বিভিন্ন রাজ্য ও অঞ্চল বিশেষে বেশ কয়েকটি আঞ্চলিক উৎসব উদযাপন উপলক্ষেও বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কগুলির স্থানীয় শাখাও নির্দিষ্ট দিনগুলিতে বন্ধ থাকে।
আরও পড়ুন: দুয়ারে গর্ত...'মা মাটি মানুষ'দলের কাছে সবাই ভোগ্য', তৃণমূলকে কটাক্ষ রুদ্রনীলের
অগস্টে মোট ৩১ দিনের মধ্যে ১৩ দিন বন্ধ (Bank holidays) থাকবে ব্যাঙ্ক। তবে এই ছুটি কোনও একটি রাজ্যে নয়। দেশের সব রাজ্যে নানা ছুটি মিলে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অগাস্টে স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, রাখি'র মত উৎসব রয়েছে। দেখে নেওয়া যাক এ রাজ্যে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অগস্ট ২০২২-এ ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা:
১ অগস্ট : দ্রুকপা সে-জি (সিকিম)
৭ অগস্ট: রবিবার
৮ অগস্ট: মহরম
৯ অগস্ট: মহরম
১১ অগস্ট: রাখীপূর্ণিমা
১৩ অগস্ট: দ্বিতীয় শনিবার
১৪ অগস্ট: রবিবার
১৫ অগস্ট: স্বাধীনতা দিবস
১৬ অগস্ট: পার্সি নববর্ষ
১৮ অগস্ট: জন্মাষ্টমী
২১ অগস্ট: রবিবার
২৮ অগস্ট: রবিবার
৩১ অগস্ট: সম্বতসরি (চতুর্থী পক্ষ)/গণেশ চতুর্থী/ভারসিদ্ধি বিনায়ক ব্রত/বিনায়ক চতুর্থী