রিলায়েন্স জিও'র পক্ষ থেকে পোস্টপেইড ও প্রিপেইড প্ল্যান আলাদাভাবে অফার করা হয়। যে সব গ্রাহকেরা আনলিমিটেড কলিং ও ডেটার সঙ্গেই ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য সাবস্ক্রিপশন নেন, তাঁদের জন্য এই দারুণ সুবিধা। শুধু তাই নয়। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্রয়োজন হলে ৩৯৯ টাকা থেকে শুরু হওয়া যে কোনও পাঁচটি প্ল্যানের একটিও নিতে পারেন গ্রাহকেরা।
৩৯৯ টাকার প্ল্যান-
এই জিও প্ল্যানে ৭৫ জিবি ডেটা পাওয়া যায়। আনলিমিটেড কলিং-এর সঙ্গেই রয়েছে দিনে ১০০টি করে এসএমএসের সুবিধাও। এর সঙ্গেই নেটফ্লিক্সের (মোবাইল প্ল্যান) আর আমাজন প্রাইমের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
৫৯৯ টাকার প্ল্যান-
১০০ জিবি ডেটা এবং তার সঙ্গেই। ১০০টি ফ্রি এসএমএস প্রতিদিন। এই প্ল্যানে নেটফ্লিক্স এবং আমাজন প্রাইম দুটোর সাবস্ক্রিপশনই পাওয়া যাবে।
৭৯৯ টাকার প্ল্যান-
১৫০ জিবি ডেটা। আনলিমিটেড কলিং-এর সঙ্গেই ১০০ ফ্রি এসএমএস। নেটফ্লিক্স, আমাজন প্রাইমের সঙ্গে জিও অ্যাপসের অ্যাক্সেসও পাওয়া যাবে।
৯৯৯ টাকার প্ল্যান-
২০০ জিবি ডেটা। রোজ ১০০ এসএমএস। নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমের সঙ্গেই জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন। এক পরিবারের ৩ সদস্য মিলে উপভোগ করতে পারবেন।
১৪৯৯ টাকার প্ল্যান-
জিও'র সবথেকে দামি পোস্টপেইড প্ল্যান। ৩০০ জিবি ডেটা। সব নেটওয়ার্কেই আনলিমিটেড ফোন কল করা যাবে। ১০০ এসএমএস প্রতিদিন। এছাড়া, বাছাই করা শহর থেকে আন্তর্জাতিক রোমিং-এর সুবিধা। নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।