নতুন সংসদ ভবন নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধীরা । আজ উদ্বোধন হয়েছে নতুন সংসদ ভবনের । আর উদ্বোধনের দিনই'আরজেডি'-র একটি টুইটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে । আসলে নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছেন তাঁরা । টুইটারে নতুন সংসদ ভবনের ছবির পাশে জুড়ে দিয়েছেন একটি কফিনের ছবি । ক্যাপশনে লেখা 'এটা কী ?' টুইট প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিতর্ক । এর ব্যাখ্যাও দেয় আরজেডি ।
আরজেডি মুখপাত্র শক্তি যাদব এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কফিন গণতন্ত্রের কবরের প্রতীক । শুরু থেকেই তাঁরা বলে আসছেন, সংসদ গণতন্ত্রের মন্দির । কিন্তু সেখানে সংবিধান ও পরম্পরা, দুইয়ের উল্লঙ্ঘন করা হচ্ছে । টুইটের কড়া নিন্দা করেছে বিজেপি ।
অন্যদিকে, কংগ্রেস নরেন্দ্র মোদীকে ‘আত্মমুগ্ধ কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী’ বলেছে । এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মতে, বিরোধীদের ছাড়া নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান ছিল অসম্পূর্ণ ।