কেরালায় (Kerala News) ধর্মীয় আচার-অনুষ্ঠানে হাতির মাহাত্ম্য অনেক । জানা গিয়েছে, হাতি ছাড়া এখানে কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় না । কিন্তু, এখন থেকে সেই নিয়মে বদল আনা হচ্ছে । হাতি (Robotic Elebhant) থাকছেই, তবে, আসল নয়, রোবোটিক হাতি ব্যবহার করা হবে অনুষ্ঠানে । কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপল্লী শ্রী কৃষ্ণ মন্দিরকে এমনই রোবোটিক হাতি উপহার দিয়েছে পেটা ইন্ডিয়া নামে এক পশু সংরক্ষণ সংস্থা । রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে ঈশ্বরকে ওই রোবোটিক হাতি নিবেদন করা হয়েছে
জানা গিয়েছে, এই যান্ত্রিক হাতির উচ্চতা সাড়ে দশ ফুট এবং ওজন ৮০০ কেজি । হাতিতে চড়তে পারবেন চারজন। হাতির মাথা, চোখ এবং কান সবই বৈদ্যুতিকভাবে চালিত হবে । কেন এমন ব্যবস্থা ? দেখা গিয়েছে, আচার-অনুষ্ঠানে অনেকসময় হাতিরা ক্ষিপ্র হয়ে ওঠে । যার জেরে বহু মানুষ প্রাণ হারান । সেকারণেই ত্রিশুরের ইরিঞ্জাদপল্লী শ্রী কৃষ্ণ মন্দির কমিটি ধর্মীয় আচার-অনুষ্ঠানে আসল হাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে । সেই উপলক্ষে PETA ইন্ডিয়া রোবোটিক হাতি মন্দিরকে উপহার দিয়েছে ।
PETA ইন্ডিয়া জানিয়েছে,বন্দী করে রাখার কারণে অনেক সময় হাতি ক্ষিপ্ত হয়ে ওঠে। যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হয় তখন তারা বিপর্যয় ঘটায়, যে কারণে বহু মানুষকে প্রাণ হারাতে হয় । উল্লেখ্য, হেরিটেজ অ্যানিমেল টাস্ক ফোর্সের একটি প্রতিবেদন অনুসারে, গত ১৫ বছরে কেরালায় হাতির আক্রমণে ৫২৬ জন মারা গেছে। তাই ত্রিশুরের ইরিঞ্জাদপল্লী শ্রী কৃষ্ণ উৎসবে হাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় । বাকি মন্দিরও এমন পদক্ষেপ করবে বলেই আশা করা হচ্ছে ।