এ এক নতুন ধরনের ড্রাইভিং। মুম্বই শহরের প্রাণকেন্দ্র দিয়ে স্কুটি ছোটাচ্ছেন যুবক। আর তাঁর সামনেই বসে রয়েছেন প্রেমিকা। হ্যাঁ ঠিকই পড়ছেন। পিছনে নয়, সামনে অন্তরঙ্গ ভাবে বসে রয়েছেন যুবতি। কারোর মাথায় হেলমেট নেই। স্কুটিতেই চলছে রোমান্স।
পুলিশকে পদক্ষেপ নেওয়ার আর্জি
ইতিমধ্যে ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যুবক ও যুবতির কারোর মুখই ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওই দৃশ্য রিল হিসেবেও অনেকে আপলোড করেছেন। পাশাপাশি নেটিজেনদের অনেকেই হেলমেট না পরার জন্য ওই যুবক ও যুবতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
Read More- পাটিসাপটা থেকে দুধ পুলি , এক অর্ডারেই বাড়ি পৌঁছে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা
নেটিজেনদের মত
স্কুটিতে তাঁরা একটি চাদর জড়িয়ে রয়েছেন। যার ফলে অনেকেই মন্তব্য করেছেন, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতেই পারত। অনেকে আবার লিখেছেন, ভাইরাল হওয়ার জন্য বর্তমান প্রজন্মের অনেকেই যে কাজ করছেন তা রীতিমতো ভয়ঙ্কর।