বিবিসির তথ্যচিত্র নিয়ে সুপ্রিম কোর্টের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শুধু তাই নয়, মুখপাত্র ‘পাঞ্চজন্য’-এর সম্পাদকীয়তে এই গেরুয়া সংগঠনের দাবি, ভারত-বিরোধী শক্তি সুপ্রিম কোর্টকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। একাধিক বিষয় নিয়ে বিজেপি সরকার-সুপ্রিম কোর্ট দ্বন্দ্বে আরএসএসের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।
ওই নিবন্ধে ‘পাঞ্চজন্য’র সম্পাদক হিতেশ শঙ্করের অভিযোগ, মূলত দেশের স্বার্থকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট। কিন্তু দেশবিরোধী শক্তি দেশের গণতন্ত্র, উদারনীতির সুযোগ নিয়ে সুপ্রিম কোর্টকে ব্যবহার করছে। বিবিসির তথ্যচিত্রটিকেও ‘মিথ্যা এবং কাল্পনিক’ বলে অভিযোগ করা হয়েছে ওই নিবন্ধে।
আরও পড়ুন- Uttar Pradesh news : 'ধর্ষকদের শাস্তি দিচ্ছে না পুলিশ', থানায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার
‘ইন্ডিয়া: দি মোদী কোয়েশ্চেন’ নামক তথ্যচিত্রটি মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বানিয়েছিল বিবিসি। সেখানে ২০০২ সালে মোদী শাসনাধীন গুজরাটে সংখ্যালঘুদের অবস্থা তুলে ধরা হয়। এরপরই তথ্যচিত্রটি বিশেষ তথ্যপ্রযুক্তি আইনবলে ইউটিউব-সহ সমস্ত সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেয় কেন্দ্র। তবে এই ঘটনায় বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। মামলা চলাকালীন কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।