রাশিয়ার ইউক্রেন আক্রমণ (Ukraine Russia war) পনেরোতম দিনে পড়ল। বৃহস্পতিবার ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে (Mariupol) রাশিয়ার গোলাবর্ষণের মাঝেই জারি রইল খাদ্য, পানীয় এবং জ্বালানীর জন্য স্থানীয় বাসিন্দাদের হাহাকার।
বুধবার রুশ আগ্রাসনের মুখে পড়ে ধ্বংস হয় মারিউপোলের (Mariupol) এক হাসপাতাল। এই ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছে হু। তীব্র নিন্দা করেছে অন্যান্য একাধিক দেশও।
আরও পড়ুন: ৫০ শতাংশ নয়, চিন্নাস্বামীর দ্বিতীয় টেস্টে ১০০ শতাংশ ভর্তি থাকবে দর্শকাসন
মারিউপোল শহর প্রশাসনের মতে, হাসপাতালে রুশ বিমান হামলার পরে মহিলা, শিশু এবং ডাক্তার সহ মোট ১৭ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলেও, প্রশাসনের তরফে জানানো হয়েছে।
মারিউপোলের হাসপাতাল ছাড়াও জাইতোমিরের দু’টি অন্য হাসপাতালও, রুশ হামলার মুখে প়ড়ে ক্ষতিগ্রস্ত (Russia Ukraine crisis) হয়েছে।
ইতিমধ্যেই, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky) জানান, যেভাবে মারিউপোলের ওপর হামলা (Russia Ukraine crisis) করে শহরটিকে রুদ্ধ করে দিয়েছে রাশিয়া, তাকে 'পুরোপুরি সন্ত্রাস' ছাড়া আর কিছুই বলা যায় না।
প্রসঙ্গত, যুদ্ধ শুরু (Ukraine Russia war) হওয়ার পরে এখনও পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছেন মোট ২৩ লক্ষেরও বেশি মানুষ। কিয়েভের মোট জনসংখ্যার অর্ধেক মানুষই ইতিমধ্যে পালিয়েছেন দেশ ছেড়ে।