ভারতে মেটা প্রধানের পদে এলেন সন্ধ্যা দেবানাথন। বৃহস্পতিবারই সন্ধ্যা দেবানাথনকে ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছে মেটা। গত ৬ বছর ধরে মেটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তিনি এলেন ভারতে মেটা-র প্রাক্তন প্রধান অজিত মোহনের জায়গায়। বস্তুত, নিজের পদ থেকে অজিত মোহন ইস্তফা দেওয়ার একদিনের মধ্যেই তাঁর স্থলাভিষিক্ত হলেন সন্ধ্যা দেবানাথন।
ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট হিসাবে সন্ধ্যা দেবানাথনকে নিয়োগের বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছেন মেটা-র চিফ বিজনেসল অফিসার মার্নে লেভিন। বিবৃতিতে তিনি বলেন, “ভারতে আমাদের নতুন নেত্রী হিসেবে সন্ধ্যাকে আমরা স্বাগত জানাতে পেরে আনন্দিতবোধ করছি। ব্যবসাকে শীর্ষ স্তরে নিয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন ব্যতিক্রমী সিদ্ধান্তের মাধ্যমে দারুণ টিম তৈরি এবং চাহিদা অনুযায়ী পণ্য উদ্ভাবনের ট্র্যাক রেকর্ড সন্ধ্যার রয়েছে। ভারতে ব্যবসার উন্নতির জন্য আমরা মেটা-র দায়িত্ব তাঁকে দিতে পেরে রোমাঞ্চিত।”
বিবৃতিটিতে আরও বলা হয়, ২০১৬ সাল থেকে মেটা-র সঙ্গে যুক্ত রয়েছেন সন্ধ্যা দেবানাথন। প্রথমে সিঙ্গাপুর ও ভিয়েতনামের ব্যবসা সামলালেও ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে এশিয়ান-প্যাসিফিক অঞ্চলের ব্যবসা সামলাতেন।