বলিউড অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে রহস্য ক্রমেই দানা বাঁধছে। এবার তাঁকে খুন করা হয়েছে বলে দাবি দিল্লির এক ব্যবসায়ী পত্নীর। ইতিমধ্যে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে ওই মহিলার নাম সানভি মালু। তিনি সম্পর্কে বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। এই বিকাশের ফার্ম হাউজেই হোলির দিন ছিলেন সতীশ কৌশিক। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই চিঠিতে সানভির অভিযোগ, বিষ খাইয়ে মারা হতে পারে বলিউড অভিনেতা সতীশ কৌশিককে।
উল্লেখ শুক্রবার ওই ফার্ম হাউজ থেকে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে। এই ওষুধ কার, তা নিয়ে তদন্ত করছে দিল্লি পুলিশ। ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী বিকাশ বলিউড অভিনেতা সতীশ কৌশিকের থেকে প্রায় ১৫ কোটি টাকা ধার করেছিলেন। এই টাকা উদ্ধারে বিদেশেও গিয়েছিলেন সতীশ। কারণ, বিকাশ বিদেশে থাকেন। টাকা নিয়ে দু জনের মধ্যে বচসা হয় বলেও ওই চিঠিতে উল্লেখ করেছেন সানভি। শেষ পর্যন্ত বিকাশ আশ্বাস দিয়েছিলেন দিল্লি ফিরে সেই টাকা ফেরত দেবেন।
যদিও দিল্লি পুলিশের হাতে এখনও সতীশ কৌশিকের ময়নাতদন্তের রিপোর্ট আসেনি বলেই খবর। তারমধ্যেই খুনের অভিযোগ করে চাঞ্চল্যকর এই চিঠি। সানভির দাবি, ধার যাতে না মেটাতে হয়, তাই সতীশ কৌশিককে বিষ দিয়ে খুন করতে পারেন তাঁর স্বামী বিকাশ।