বর্ষার শুরুর বৃষ্টিতে দু বছর আগে স্মৃতি উসকে দিল তেলেঙ্গনাকে। শুক্রবার দিনভর বৃষ্টিতে নাকাল হয়েছে দক্ষিণের এই রাজ্য। তারমধ্য়ে বিপর্যস্ত হয়েছে মেহেবুবনগর। জেলার মাচানপল্লি ও কোদুরের মাঝে এদিন একটি আন্ডারপাসে আটকে যায় স্কুলবাস। পুলিশ সূত্রে খবর, ওই সময় বাসটিকে কমপক্ষে ৩০ জন পড়ুয়া ছিল। মূলত বর্ষার জলের আন্ডারপাসের নীচে আটকে যায় স্কুলবাসটি। বাসের মধ্যে থেকেই পড়ুয়াদের কান্নার আওয়াজ ভেসে আসে। প্রায় বুক সমান জল ঠেলে পড়ুয়াদের উদ্ধারে নামেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি বেগতিক দেখে বাসের চালকই স্থানীয়দের সাহায্য করার অনুরোধ করেন। বাসের চালকের তৎপরতায় প্রাণে বাঁচে পড়ুয়ারা। কারণ, আর একটু দেরি হলেই বাসটির ভিতর পুরো জল ঢুকে যেতে পারত। তবে স্থানীয়দের দাবি, যখন তাঁরা উদ্ধারের কাজে নামে তখনও বাসের ভিতরে জল ছিল।
২০২০ সালে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল তেলেঙ্গনা। কার্যত জলের তলায় চলে গিয়েছিল শহর হায়দরাবাদ-সহ আশপাশের একাধিক এলাকা। পুলিশ জানিয়েছে, শিশুদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭২ ঘণ্টায় রাজ্য়ে বৃষ্টির দাপট আরও বাড়বে।