সংসদে যখন রং বোমা হামলা চলছে সেই সময় সংসদ ভবনের বাইরে আরও দু'জনের হাতে দেখা গিয়েছিল ওই ক্যান। ইতিমধ্যেই তাঁদেরও গ্রেফতার করেছে পুলিশ। আর ঠিক কী কারণে সংসদে এই হামলা তা জানতে চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই তরুণীর নাম নীলম। কোনও সংগঠন নয়, তাঁর কথা অনুযায়ী, স্বাধীন ভারতের নাগরিক হিসেবে কোনও কথা বলতে গেলেই লাঠি চার্জ করা হয়, জেলে ঢুকিয়ে দেওয়া হয়। চাকরির কথা বলতে গেলে কণ্ঠ রোধ করা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবে এসেছেন তাঁরা।
আরও পড়ুন - বিজেপি সাংসদের কাছ থেকে ইস্যু হয়েছিল পাস, দাবি দিল্লি পুলিশের
অন্যদিকে, গ্রেফতার করা হয়েছে অমল শিন্ডে নামে আরও এক যুবককে। মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা ঝরি গ্রামের বাসিন্দা অমল। ইতিমধ্যেই তাঁর গ্রামের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান অমল। বাবা-মা দু'জনেই দিনমজুরের কাজ করেন। অমল পরিবার ও গ্রাম থেকে দূরে থেকে পুলিশে নিয়োগের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।