কর্নাটকের (Karnataka) হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তায় গলদ। জাতীয় যুব দিবস উপলক্ষে রোড শো চলছিল। হাজির ছিল অসংখ্য মানুষ। আচমকাই মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে যান এক যুবক। শেষ পর্যন্ত তাঁকে নিরস্ত করেন নিরাপত্তারক্ষীরা।
ঘটনার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা (Prime Minister Security Breach) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে মানুষের উদ্দেশে হাত নাড়ছিলেন। তাঁর বাইরে নিরাপত্তারক্ষীদের বলয়। কীভাবে ওই যুবক ঢুকে পড়লেন, তা বুঝে উঠতে পারেননি নিরাপত্তারক্ষীরাও।
আরও পড়ুন: মাঠে ফিরছেন পৌলমী? ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রাক্তন জাতীয় ফুটবলার
সাধারণত প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তার বহির্বলয়ে নিরাপত্তায় থাকে রাজ্য পুলিশ। যুবক মালা দেওয়ার চেষ্টা করতেই তাকে সরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী যুবকের হাত থেকে মালাটি নেন। সেটি গাড়ির বনেটের উপর রাখেন।