ছত্তীসগঢ়ের বস্তারে নিহত সাত মাওবাদী। জানা গিয়েছে, জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথ ভাবে অভিযান চালায় নারায়ণপুর জেলায়। ওই অভিযানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে সাত মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র।
গত ১৬ এপ্রিল ছত্তীশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়। কানকার জেলা পুলিশের তরফে এই খবর জানানো হয়। এই অভিযানের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাওবাদীদের সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালানো হবে। এমনকি, মাওবাদীরাই দেশের উন্নয়নের সবথেকে বড় শত্রু বলে মন্তব্য করেছিলেন তিনি। এই ঘটনার ১৪ দিনের মাথায় ফের অভিযান চালানো হয়।
আরও পড়ুন - চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, প্রশ্ন যোগ্য-অযোগ্যের তালিকা নিয়ে