Shaheed Diwas: কী ঘটেছিল ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি? 'শহিদ দিবস'-এর প্রাক্কালে জেনে নিন আরও একবার

Updated : Jan 30, 2022 11:31
|
Editorji News Desk

আজ 'শহিদ দিবস' (Shaheed Diwas)। 'জাতির জনক' মোহনদাস করমচাঁদ গান্ধীর (Mahatma Gandhi death anniversary) মৃত্যুকে স্মরণে রেখে দেশজুড়েই পালিত হচ্ছে এই দিন।

৭৪ বছর আগের সেই দিনটি ছিল, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি। বছরও ঘোরেনি দেশ স্বাধীন হয়েছে। তার মধ্যেই ঘটল এক অভাবনীয় হত্যাকাণ্ড। যা স্তব্ধ করে দিল গোটা দেশ তথা তৎকালীন বিশ্বকে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে (Mahatma Gandhi) গুলি করে হত্যা করল নাথুরাম গডসে (Nathuram Godse)।

আরও পড়ুন: 'বাপুর মতাদর্শ আমাদের পাথেয়', গান্ধীকে স্মরণ করে টুইট নরেন্দ্র মোদীর

তবে, ইতিহাসকে ছানবিন করলে দেখা যায়, এই হত্যার মঞ্চ ‘প্রস্তুত’ হচ্ছিল তারও বেশ কয়েকদিন আগে থেকে।

স্বাধীনতার পরবর্তী সময়টিতে (Time after independence) হিন্দু, মুসলমান ও শিখদের মধ্যে চলা দাঙ্গা নিয়ে বীতশ্রুদ্ধ হয়ে পড়েছিলেন গান্ধী (Mahatma Gandhi)। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে নৈকট্যের ভারতের (India) স্বপ্ন দেখছিলেন তিনি, তা টাল খেয়ে যাচ্ছিল প্রতিদিনই। গান্ধীর সমর্থনে ওই সময় একজোট হয়েছিল প্রায় গোটা বিশ্বই। এমনকি, সদ্য তৈরি হওয়া পাকিস্তান রাষ্ট্র থেকেও সমর্থনের বার্তা পাঠিয়েছিল মহম্মদ আলি জিন্নার সরকার।

অন্যদিকে, গান্ধীর (Mahatma Gandhi) মতবাদের বিরুদ্ধে ওই সময় সোচ্চার হয়েছিল চরমপন্থী হিন্দুদের (Hindu extremists) একটি দল। এমনকি অহরহ স্লোগান দেওয়া হতো তাঁর মৃত্যুকামনা করেও। ইতিহাস বলছে, চরমপন্থী হিন্দুদের ওই দলটির ‘বিশ্বাস’ ছিল, তাদের একচ্ছত্র আধিপত্য কায়েমে মোহনদাস করমচাঁদ গান্ধী ও ধর্ম নিয়ে তাঁর মতবাদ ছিল অতি বড় ‘বাধা’।

গান্ধীর বিরুদ্ধে স্লোগান ওঠার সময় দিল্লিতে বিড়লা লজে (Birla Lodge) আটকা পড়েছিলেন জাতির জনক। ১৩ জানুয়ারি, মৃত্যুর আগের শেষতম অনশনটিতে বসেন গান্ধী (Mahatma Gandhi)। তিনি বলেছিলেন, “হিন্দু, মুসলমান, শিখ ধর্মের মধ্যে চলা এই রেষারেষি ভারতকে যে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার সাক্ষী হওয়ার থেকে মৃত্যুও অনেক বেশি গৌরবের”।

এর সপ্তাহখানেকের মধ্যেই অবশেষে এল ইতিহাসের সেই কালো দিন (Dark day of history)। বিকেল পাঁচটার একটু পরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনবার মোহনদাস করমচাঁদ গান্ধীর বুকে ও পেটে গুলি চালাল হিন্দু চরমপন্থী নেতা নাথুরাম গডসে।

Mahatma Gandhi Death AnniversaryMahatma GandhiShaheed Diwas

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর