শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আয়কর দফতরের নজরে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। তাঁকে ধরানো হল নোটিশ। এনসিপি প্রধানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পত্তির হিসেবের গরমিলের অভিযোগ তুলে তাঁকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর (Income Tax Department)। মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের কয়েক ঘণ্টা পরেই আয়কর দফতরের এই নোটিশ পাঠানো ঘিরে শুরু হয়েছে তুমুল শোরগোল।
মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের শেষে মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের পরের দিনই প্রবীণ নেতাকে এই নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। অন্যদিকে বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার শরদ পাওয়ার টুইট করে লেখেন "আমি আয়কর বিভাগ থেকে একটি প্রেমপত্র পেয়েছি। তারা এখন ২০০৪ সালের লোকসভা নির্বাচনে জমা দেওয়া হলফনামার তথ্য পরীক্ষা করছে। ২০০৯ সালেও, আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি ২০১৪ সালে রাজ্যসভায় গিয়েছিলাম। এটা পরিকল্পনামাফিকই করা হচ্ছে বলে অনুমান।"
তিনি আরও লেখেন, "এখন ইডি এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। বিধানসভার একাধিক সদস্য জানিয়েছেন যে তারা নোটিশ পেয়েছেন। পাঁচ বছর আগে, আমরা ইডির নামও জানতাম না। এখন গ্রামে গ্রামে মানুষ ইডিকে নিয়ে মজা করে।"