দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দিল্লি পুলিশ। এখনও মেলেনি আফতাবের করা শ্রদ্ধার শরীরের ৩৫ টুকরো। ফলত এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তার দেহ। তবে কোন ধারাল অস্ত্রে শ্রদ্ধার নিথর দেহ টুকরো করেছিলেন আফতাব তার খোঁজ চালাচ্ছিল দিল্লি পুলিশ। শনিবার একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই অস্ত্র দিয়েই শ্রদ্ধার দেহ কেটেছিল আফতাব।
পুলিশ জানিয়েছে, দিল্লির ছতরপুর এলাকায় আফতাবের ফ্ল্যাট থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র তদন্তে বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছে পুলিশ। শুক্রবার দিল্লির বাড়ি থেকে একটি ইলেকট্রিক করাতও উদ্ধার হয়।
প্রসঙ্গত, বছর ২৬-এর শ্রদ্ধার সঙ্গে মাস ছয়েক আগে ১৮ মে, আফতাবের অশান্তি হয়। এরপরেই তাঁকে গলা টিপে খুন করে আফতাব। খুনের পর শ্রদ্ধার দেহ ৩৫ টা টুকরো করে ফেলে আফতাব। তারপর সে সব সংরক্ষণের জন্য একটি ফ্রিজ কেনে আফতাব। খুনের পর ১৮ দিন নিজের ঘরের ফ্রিজেই রাখা ছিল প্রেমিকার দেহের সব টুকরো। তারপর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সেসব।