ফের রাহুল বন্দনায় মুখর তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা(TMC MP Shatrughan Sinha)। সংসদে যেভাবে রাহুল কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, তাতে মুগ্ধ আসানসোলের তৃণমূল সাংসদ(Asansol TMC MP)। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(Narendra Modi) আক্রমণ শানিয়ে তাঁর টুইট, ‘প্রধানমন্ত্রী দেড় ঘণ্টা বক্তৃতা দিয়েছেন, তাতে রাহুল গান্ধীর তোলা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি।’ শুধু তাই নয়, টুইটে রাহুলের সংসদ বক্তৃতাকে 'ঐতিহাসিক' বলেও আখ্যা দেন তিনি। এমনকি, ওয়ানাডের কংগ্রেস সাংসদকে(Wayanad Congress MP) 'ডায়নামিক ইউথ আইকন' বলেও তারিফ করেন শত্রুঘ্ন।
কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রার সময়ও রাহুলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই তৃণমূল সাংসদ। ওই পদযাত্রাকে 'বৈপ্লবিক' আখ্যাও দেন তিনি। এমনকি, লালকৃষ্ণ আডবাণীর(Lalkrishna Advani) রথযাত্রা, চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও ভারত জোড়ো যাত্রার তুলনা টানেন আসানসোলের তৃণমূল সাংসদ(Shatrughan Sinha)। এই ঘটনার পর দলের অন্দরে তাঁকে কথা শুনতে হলেও তিনি দমেননি। তার প্রমাণ একেবারে হাতেনাতে মিলল শুক্রবার।
আরও পড়ুন- Cristiano Ronaldo: সৌদি প্রো লিগে রোনাল্ডোর গোলবর্ষণ, ফর্মে ফিরতেই নয়া রেকর্ড ক্রিশ্চিয়ানোর
আগেও শত্রুঘ্ন(Shatrughan Sinha on Bharat Jodo Yatra) জানান, রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সবরকমের যোগ্যতা রয়েছে। তিনি আরও বলেন, রাহুলের(Rahul Gandhi) পরিবারের লোক প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।